মোঃ শেখ রাসেল,(টেকনাফ৭১)
বিএনপি-জামায়াত জোট সরকারের নেতৃত্বাধীন রাষ্ট্রযন্ত্রের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় রাজনৈতিক সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার নারকীয় হত্যাযজ্ঞ পৃথিবীর ইতিহাসে আর খুঁজে পাওয়া যাবে না। সেই ভয়াল দিনটি বাঙালি জাতি কোনোদিন ভুলবে না।"- টেকনাফ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৬তম বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল আলম এসব কথা বলেন।
আজ শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৩টায় পৌরসভার শাপলা চত্বরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাঃ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নার সঞ্চালনায় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত বীর শহীদদের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন- ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী আ'লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। ওই জনসভায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে এ হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হন দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমানসহ ২৪ জন। এসময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান বঙ্গবন্ধুকন্যা ও ডিজিটাল বাংলার রূপকার দেশরত্ন শেখ হাসিনা। সেদিনের গ্রেনেড হামলায় আহত হওয়া পাঁচ শতাধিক নেতা-কর্মীর অনেকেই এখনো গ্রেনেডের স্প্রিন্টারের দুর্বিষহ যন্ত্রণায় দিনাতিপাত করছেন। হাত-পা, চোখসহ দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ হারিয়ে অসংখ্য নেতাকর্মী পঙ্গু হয়ে অমানবিক জীবনযাপন করছেন।
এসময় তিনি দ্রুততম সময়ের মধ্যে ভয়াবহ গ্রেনেড হামলার সঙ্গে জড়িত তারেক জিয়াসহ অন্যান্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- টেকনাফ সদর ইউনিয়ন আ'লীগের সাবেক সাঃ সম্পাদক গুরা মিয়া, টেকনাফ উপজেলা যুবলীগের সহ সভাপতি ও পৌর যুবলীগের আহবায়ক তোয়াক্কুল হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের সহ সভাপতি কাদের হোসেন, সিঃ যুগ্ম সাঃ সম্পাদক ফজলুল কবির, সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল্লাহ, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল ফারুক, সাঃ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু, সাবরাং ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবির, টেকনাফ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাঃ সম্পাদক আবদুল বাসেদ, পৌর ছাত্রলীগের সাঃ সম্পাদক ইব্রাহীম বাবলু, টেকনাফ সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাদ, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিক আলম শকু, সাঃ সম্পাদক সোহেল সিকদার, সাবরাং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক মুন্না, সাঃ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
এর আগে দুপুর ২টায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত বীর শহীদের স্মরণে দোয়া মাহফিল ও এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com