হোয়াইক্যং প্রতিনিধি:টেকনাফ
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রােহিঙ্গা ক্যাম্পের পাশ্ববর্তী পাহাড়ে স্বশস্ত্র অবস্থান নিয়ে ক্যাম্প নিয়ন্ত্রন করছেন একটি সন্ত্রাসী গ্রুপ।
টেকনাফের ২২ নাম্বার রােহিঙ্গা ক্যাম্পে স্বশস্ত্র সন্ত্রাসীরা প্রভাব খাটানাের চেষ্টা কালে সাধারন রােহিঙ্গা ধাওয়া দেন। ২৫ আগষ্ট ভাের ৫ টারদিকে টেকনাফের রইক্ষ্যং পুটিবনিয়া ক্যাম্পের উত্তর-পশ্চিমে পাহাড় হতে স্বশস্ত্র আরসা গ্রুপের একটি গ্রুপ সি-ব্লক পয়েন্টে অনুপ্রবেশের চেষ্টা করলে ক্যাম্পের সাধারণ রােহিঙ্গারা ঐক্যবদ্ধ হয়ে তাদের ধাওয়া করে।
এসময় উভয়পক্ষের সকাল ৭টা পর্যন্ত ৫০/৬০ রাউন্ডের অধিক ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটে বলে স্থানীয় ক্যাম্পের মাঝি ও সাধারণ রােহিঙ্গারা স্বীকার করেন। এই সন্ত্রাসীরা উক্ত ক্যাম্পের ২২হাজার রােহিঙ্গাদের জিম্মি করে আসছে। এখনাে পুনরায় হামলার আশংকায় ক্যাম্প এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে।
সাধারণ রােহিঙ্গারা আতংকে রয়েছে। মঙ্গল বার। বিকালে টেকনাফের উনছিপ্রাং ক্যাম্প ইনচার্জ, আর্মড পুলিশ যৌথ অভিযান চালিয়ে নয়জন রােহিঙ্গা সন্ত্রাসী আটক করেছ। এসময় তাদের কাছ থেকে দুইটি দদেশী তৈরি এক নলা বন্দুক, সাত রাউন্ড কার্তুজ ও দুইটি কিরিচ। আটককৃতরা হলেন উখিয়ার বালুখালী রােহিঙ্গা ক্যাম্পের নজির আহমদের ছেলে আমাত উল্লাহ (২৬) টেকনাফের উনছিপ্রাং রােহিঙ্গা ক্যাম্পের রহমত উল্লাহ ছেলে নুর হাসান (১৫,একই ক্যাম্পের হাবিবুল্লাহ ছেলে জাফর আলম (৩০), আহমদ হােসেনের ছেলে আবদুর রহমান (২৩) জুহুর আলমের ছেলে মাে:আলম। (২২),আহমদ হােসেনের ছেলে নুর হােসেন (২৮),উখিয়ার কুতুপালং রােহিঙ্গা ক্যাম্পের আবু শমার ছেলে আনােয়ারকুতুপালং রােহিঙ্গা ক্যাম্পের আবু শমার ছেলে আনােয়ার সাদেক (২০), টেকনাফের উনছিপ্রাং ক্যাম্পের আবদুর সালামের ছেলে মােঃ আমিন ( ২২) ও শাহ আলমের ছেলে মাে: সাদেক (১৫)।
এ ব্যাপারে এপিবিএন পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন। এ পি বি এন অতিরিক্ত পুলিশ সুপার সােলেহ রানা সত্যতা স্বীকার করেন।টেকনাফ থানার ডিউটি অফিসার সত্যতা নিশ্চিত করেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com