বিশেষ প্রতিনিধি::কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে রোববার সকাল ১১থেকে ৫টা পর্যন্ত দফায় দফায় রোহিঙ্গা দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০জন আহত এবং ৫জন রোহিঙ্গা প্রতিপক্ষ গ্রুপের হাতে অপহরণের শিকার হয়েছে বলে সুত্র জানিয়েছে।
কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নেতা নুর বশর জানান, দীর্ঘদিন ধরে রেজিষ্ট্রার্ড ও আনরেজিষ্ট্রার্ড ক্যাম্পের দুই গ্রুপের মধ্যে চাঁদাবাজি, অপহরণ, আধিপত্য বিস্তার নিয়ে গত বুধবার থেকে দফায় দফায় গুলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ রোববার আবারো ঘটনা ঘটে লম্বাশিয়া মাস্টার মুন্না এবং হাফেজ জাবের ও সাইফু্র গ্রুপের মধ্যে। এতে মুন্না গ্রুপের ৫জন আহত এবং ৩জন আপহরণ হওয়ার সংবাদ পাওয়া গেলেও তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি৷ তবে আহতদের কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
এর আগে শনিবার সংঘর্ষের ঘটনায় নারিসহ ৩জন আহত হয়েছে। এসময় দা’র কোপে আহত ২জন মহিলাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর গুলিবিদ্ধ নুর আলমকে প্রথমে কক্সবাজার পরে চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করেছে। সে কুতুপালং টু-ইস্ট ক্যাম্পের আহমদ হোসেনের ছেলে। তার অবস্থা আশংকাজনক বলে সুত্র জানিয়েছে।
কুতুপালং ক্যাম্প ইনচার্জ মোঃ খলিলুর রহমান খান নিকট জানতে চাইলে তিনি ছুটিতে রয়েছেন বলে ফোন কেটে দেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com