দয়াকরে আপনারা এই সড়কটাকে রাজনৈতিক ট্র্যাকে ফেলবেন্না, কারণ এই সড়ক আপনার,আমার, সবার। বিশ্বস্ত সুত্রে জানতে পেরেছি এই কাজ বাজেট বা সিডিউল অনুযায়ী করতেছেনা। টিকাদারের অদক্ষ শালা এই কাজটা দেখাশুনা করতেছে দেখে আমরা বেশ কয়েকজন জানতে চাইলে বলে বাস স্টেশন চৌরাস্তার মোড থেকে উসমান গণি মার্কেট পর্যন্ত ৩" পিচ,ছৈয়দুল্লাহ মার্কেট থেকে মৌলভি ইলিয়াসের বাড়ি পর্যন্ত কিছুই হবেনা, আর সেখান থেকে পুরাতন বাজার স্কুল গেইট পর্যন্ত নাকি আবার ৩ " পিচ হবে।অথচ এই কাজের প্রকৌশলীর সাথে কথা বলে জানা যায় ঠিক বিপরীত। পার্থক্য কতটুকু, যা আপনারাও বুঝতে পারতেছেন আমার কথা থেকে।আরো জানা গেলো যে,কাজের শুরুতে দুই নাম্বারি দেখে গোপনে বেশ কয়েকজন বিভিন্ন পেশার লোক টিকাদারের সাথে সমঝোতায় বসে মুখ বন্ধের মেডিসিন সেবন করেছে বলে খবর পাওয়া গেছে, যাতে অনেক নামি দামি লোকও আছে নাকি।সুতরাং এই দুই নাম্বারি কাজে এলাকার ভূক্তভোগী সচেতন জন সাধারণের বাধা দেয়াটা কোন ভাবেই অপরাধে পড়েনা। কমিটি গঠণ হচ্ছে, কাজের সিডিউল উপজেলা প্রকৌশলীর কাছ থেকে সংগ্রহও হয়েগেছে। সিডিউল অনুযায়ী কাজ না হলে কাজ বন্ধ তাতে কোন সন্দেহ নেই। আর যারা মুখ বন্ধের মেডিসিন সেবন করেছেন আপনারা দয়াকরে টিকাদারের সামনে গিয়ে বমি করে দেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com