আহমেদ আবু জাফর:: ১৯ সেপ্টেম্বর ২০২০:
কক্সবাজারে যাবার পথে রাত ১১ টার দিকে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দকে বহনকারী মাইক্রোতে হঠাৎ আগুন লেগে যায়। যান্ত্রিক ক্রুটির কারনে এ দূর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
গাড়িতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয়কারী আহমেদ আবু জাফরসহ ৯জন সাংবাদিক ছিলেন। তবে তাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। পুনরায় ঢাকা থেকে গাড়ি এনে রাত সাড়ে ১২ টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হ'ন।
বিএমএসএফ কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ খায়রুল আলম জানান, হঠাৎ গাড়ি থেকে ধোয়া বেরুচ্ছিল। দ্রুত চালক সোনারগাওয়ের চৈতি গার্মেন্টেসের সামনে রাখলে মূহুর্তের মধ্যে আগুন ধরে যায়। দূর্ঘটনায় কবলিত গাড়িটি রক্ষা করতে চলমান শতাধিক গাড়ি থেমে পানি দিয়ে নেভাতে সক্ষম হয়। খবর পেয়ে বিএমএসএফ সোনারগাও শাখার সাংবাদিকরা ছুটে আসেন।
এ ব্যাপারে টিমের প্রধান আহমেদ আবু জাফর অভিযোগ করেন সোনারগাঁও ফায়ার সার্ভিস থেকে ১শ গজ দূরে হলেও কেউ এগিয়ে আসেনি। ঘটনার দেড়ঘন্টা পর তারা ঘটনাস্থলে আসেন।
তবে ফায়ার সার্ভিসের লোকজন দেড়ঘন্টা পর উপস্থিত হয়ে বলেছেন খবর পেয়ে তারা উল্টোপথে মুগড়াপাড়া চলে যাওয়ায় ঘটনাস্থলে আসতে দেরী হয়।
উল্লেখ্য, কক্সবাজারে পুলিশি নির্যাতনের শিকার সাংবাদিক ফরিদ মোস্তফার চিকিৎসার্থে আর্থিক সহায়তা ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির টিম ঢাকা ক্রস করে সোনারগাঁও পার হচ্ছিল। হঠাৎ উপজেলার মুরগাপাড়া চৈতি গার্মেন্টস এর সাথে বহনকারী মাইক্রোবাসটির ড্যাসবোর্ডে আগুন লেগে যায়।
আগামী ২০ সেপ্টেম্বর রোববার সকাল ১০টায় কক্সবাজার জেলা পরিষদ হলরুমে মতবিনিময় অনুষ্ঠিত হবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com