নাছির উদ্দীন রাজ /মোঃ শেখ রাসেল
টেকনাফে নতুন ওসি যোগদান করায় স্বস্তি পেয়েছেন স্থানীয়রা , অবসরপ্রাপ্ত মেজর সিংহা হত্যার পর থেকে টেকনাফের আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন ভাল যানি , টেকনাফে আধিপত্য বিস্তার করেছিল মাদক ব্যবসায়ী, মানব পাচারকারী,অবৈধ অস্ত্রধারী ও রোহিঙ্গা সন্ত্রাসীরা। সাধারণ মানুষ আকাঙ্ক্ষায় বসেছিল কখন অবৈধ ব্যবসায়ীদের জিম্মিদশা থেকে মুক্ত হয়ে টেকনাফে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। এমন পরিস্থিতিতে নবাগত ওসি মোঃ হাফিজুর রহমান যোগদান করায়, আশার আলো দেখছেন টেকনাফের শ্রমিক, শিক্ষক, পেশাজীবি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয়রা। এদিকে নবনিযুক্ত ওসি মোঃ হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, থানা হবে উম্মুক্ত সেবা কেন্দ্র এবং নির্যাতিতদের আশ্রয় স্থল। যারা সেবা নিতে বা অভিযোগ করতে আসবে তা যথাযথ তদন্ত করে অভিযোগকারী বা বাদীর মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে, টেকনাফ থানা আপনার কাজ সম্পন্ন করেছে। এ কার্যক্রমের মূল উদ্দেশ্য একটাই, যাতে সেবা গ্রহীতাদের পুনরায় থানায় আসতে না হয়। টেকনাফের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয় ভাল সকল শ্রেণীর মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে টেকনাফ কে মাদক মুক্ত করতে চেষ্টা করব। তবে অপরাধী ও মাদক ব্যবসায়ীরা কে কোন বিশেষ পরিচয়ধারী তাহার জন্য বিন্দুমাত্র সয়তুল্য দেখানো হবে না। তাই সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, মাদক ও সন্ত্রাস পরিহার করে আধুনিক টেকনাফ বিনির্মাণে সহযোগিতা করুন। উল্লেখ্য কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান ২৫ সেপ্টেম্বর টেকনাফ মডেল থানা ওসি মোঃ হাফিজুর রহমানকে নিয়োগ প্রদান করে আদেশ দেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com