জিয়াউল হক জিয়া,( টেকনাফ৭১)
টেকনাফ উপজেলায় প্রতিটি রাস্তায় এখন ব্যাটারি চালিত অটোরিক্সায় ছেয়ে গেছে। বেশিরভাগ সড়ক দখল করে আছে নিয়ন্ত্রণহীন এইসব অটোরিক্সা। যাদের অধিকাংশ চালক ই শিশু কিশোর এবং অন্য পেশা থেকে আসা শ্রমিক। তাদের অটোরিক্সা চালানোর অভিজ্ঞতা নেই। আইন অমান্য করে চালানো অটো রিক্সার কারণে জণগুরুত্বপূর্ণ সড়কে যানজটের পাশপাশি ঘটছে ছোট বড় দূর্ঘটনা। দিনে দিনে এ অটোরিক্সার সংখ্যা বেড়েই চলছে। সরেজমিন দেখা যায়, উপজেলার হোয়াইক্যং বাজার, উনছিপ্রাং, হ্নীলা বাজার ও প্রত্যেক ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে বিদুৎ খেকো ব্যাটারি চালিত অটোরিক্সা। রিক্সা নয় যেন, কার বা মাইক্রোবাস চালাচ্ছেন চালকেরা। ইচ্ছে মতো যত্রতত্র যাত্রী উঠানামা করায় যানজট বাড়ছে। তেমনি নিয়ন্ত্রণ করত না পারায় ঘটছে দূর্ঘটনা। এতে করে অঙ্গহানী সহ প্রাণহানির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এক প্রকার ঝুঁকির মধ্যে রাস্তা চলাচল করতে হচ্ছে পথ চারিদের। ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে রিক্সা চালকদের তর্কবিতর্ক নিত্যনৈমিত্তিক বিষয় হড়ে দাড়িয়েছে। অন্যদিকে ব্যাটারি চার্জের জন্য অপচয় হচ্ছে প্রচুর বিদ্যুৎ। এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. সাইফুল ইসলাম জানান, আইন অনুযায়ি অপ্রাপ্ত বয়স্ক কোনো শিশু কিশোর অটো রিক্সা চালাতে পারবেনা। এটা শিশু শ্রমের মধ্যে পড়ে। যা আইনগত অপরাধ। ইতিপূর্বে আমরা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেছি। অটো রিক্সার দৌরান্ত কমাতে ও নিয়ন্ত্রণে নিয়ে আসতে কাজ করা হবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com