আমিনুল ইসলাম, কক্সবাজার থেকে
কক্সবাজার জেলা পুলিশে বদলি একটি ব্যতিক্রম ঘটনা এবং নতুন যোগাদান করা কর্মকর্তা-কর্মচারীরা পুলিশের আদর্শ নিয়ে মানুষের বন্ধু হয়ে কাজ করবে, কর্মস্থল নতুন হলেও পুরোনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানুষের সাথে থাকবে পুলিশ, জানান চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি আনোয়ার হোসেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কক্সবাজার সদর থানায় সদ্য যোগদান করা কর্মকর্তাদের সাথে পরিচয় পর্ব এবং মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি আনোয়ার হোসেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিআইজি আনোয়ার বলেন, কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার থেকে কনস্টেবল পর্যন্ত বদলির পর নতুন কর্মকর্তা-কর্মচারীরা নতুন কর্মস্থল কক্সবাজারে যোগদান করেছেন। ইতিমধ্যে কক্সবাজার জেলার আট উপজেলার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শক, সহকারী পরিদর্শক, উপ পরিদর্শকরা দায়িত্ব গ্রহণ করেছেন। তবে কর্মক্ষেত্র নতুন হলেও পুলিশিং এ সকলের অভিজ্ঞতা রয়েছে যা কাজে লাগিয়ে মানুষের পাশে দাড়াবেন কর্মকর্তারা।
তিনি আরও বলেন, যেহেতু জেলা পুলিশের সকল স্তরে নতুন কর্মকর্তারা এসেছেন তারা সীদ্ধান্ত নিবেন। মাদক, সন্ত্রাস এবং অন্যান্য যে অপরাধ রয়েছে এবং যে সকল কাজে জড়িতদের নতুন তালিকা এবং তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে, কক্সবাজার মডেল থানায় পরিদর্শন শেষে জেলার নতুন পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, মাদকের বিষয়ে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। অতীতের রেকর্ড এবং নতুন করে তদন্ত করে যাদের তথ্য পাওয়া যাবে তাদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, থানা কেন্দ্রিক যে সকল দালাল চক্র রয়েছে তাদের জন্যে থানায় কোন স্থান হবে না।
সদ্য যোগদান করা সদর থানার কর্মকর্তারা এসময় কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর উল গিয়াস, তদন্ত কর্মকর্তা বিপ্লব চন্দ্র দে, অপারেশন কর্মকর্তা সেলিম উল্লাহ এবং শহর পুলিশেএ ইনচার্জ আনোয়ার হোসেন সহ সদ্য যোগদান করা কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com