বিশেষ প্রতিনিধি
হ্নীলা ইউনিয়নের রাঙ্গিখালি ০৭ওয়ার্ডে কবর স্থানের দক্ষিণ পার্শে নিজের বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে টেকনাফ মডেল থানায় একটি সাধারন অভিযোগ দায়ের করেছে। বাদী নজির আহাম্মদের পুত্র আজিজুজামান জানায়,আমার দাদা তাহার নিজ সম্পত্তি হতে সকলের জন্য একটি রাস্তা তৈরি করে লিখিতভাবে আমার বাবা/চাচাদের দিয়েছে যা হতে সকলে এক যোগে চলাচল করবে। কিন্তুু ইদানিং কাল সময়ই আমার চাচা জাকেরের পুত্র সরওয়ার গং উক্ত রাস্তা বা চলাচলের পথ বন্ধ করে দেয়। দফায় দফায় বিচার প্রক্রিয়া না মানায় ও রাস্তা নির্মাণে বাধা প্রদান করায় আমরা আইনের কাছে দ্বারস্থ হয়েছি। আমি টেকনাফ মডেল থানায় জাকের হোসনের পুত্র সরওয়ার কে প্রধান আসামি করে ৩/৪ কে অভিযুক্ত করেছি। শুধু তা নয় আমার স্ত্রী অন্তঃসত্ত্বা নারী তাকে যখন অসুস্থতার কারণে ওই রাস্তা দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তখন সরওয়ার গংরা এসে আমার স্ত্রীকে মারধর করিয়া ৫ ভরি স্বর্ণ ও ২০হাজার টাকা ছিনতাই করে। পরে আমি কোন উপায় না দেখে টেকনাফ মডেল থানা আইনগত ব্যবস্থা নেয়ার জন্য একটি আবেদন করেছি। বেশি এলাকার কয়েকজন মুরব্বির সাথে কথা বললে তারা জানান ওই রাস্তার বিষয়ে বারবার বিচার না মানার অভিযোগ রয়েছে সরওয়ার গংদের। তাকে আইনের আওতায় আনা হক তাদের।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com