সাইফুদ্দীন আল মোবারক::টেকনাফ থানার হ্নীলা ষ্টেশন চত্বরে প্রতিনিয়ত প্রায় আধা কিলোমিটার পর্যন্ত যানজট লেগেই থাকে। যার কারণে যাত্রীদের বিভিন্ন ধরণের কষ্টের শিকার হতে হচ্ছে।বিশেষ করে ট্রাফিক আইন প্রয়োগকারী পুলিশ প্রশাসনের ভূমিকা না থাকায় এমন ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে মনে করেন,হ্নীলা বাজারে নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য আগত যাত্রী,পথচারী,সিনজি' রলাইনম্যান, এবং হ্নীলা বাজারের স্থানীয় সচেতন মহল।
গত কয়েকদিন পূর্বে ২নং হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী পরিষদের কাজ শেষে হ্নীলা ষ্টেশনে এসে যানজটে আটকা পড়ে যায়।তখন তিনি নিজেই গাড়ি থেকে নেমে যানযট নিরসনের ভূমিকা পালন করেছিলেন এবং যানজট রোধে নিয়োগকৃত পাবলিক লাইনম্যানদের বিভিন্ন ধরণের দিকনির্দেশা প্রদান করেছেন।
এবিষয়ে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে হ্নীলা ষ্টেশনের যানজট রোধে ট্রাফিক পুলিশের বিকল্প নেই বলে উপস্থাপন করেছি। কিন্তু আইনশৃঙ্খলা মিটিংয়ে বলার পরেও এখনো কোনো ধরণের ট্রাফিক পুলিশের ব্যবস্থা করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।যার কারণে অতিরিক্ত যানজটে মানুষের ভোগান্তির শেষ নেই বলে জানান তিনি।
এব্যাপারে নয়াপড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন,এখন নিয়মিত ট্রাফিক পুলিশ দিতে পারছেন না, অনেক পুলিশ সদস্য ছুটিতে থাকার কারণে, পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com