বিশেষ প্রতিবেদক::টেকনাফ
টেকনাফের হ্নীলা ইউনিয়নের আওতাধীন লেদা এলাকার চিহ্নিত অস্ত্রদারী সন্ত্রাসী জামাল তার দুই পুত্রসহ দশ বারোজন লোক অসহায় এক মহিলা পরিবারের উপর হামলা করেছে। (শনিবার) ৩ই সেপ্টেম্বর সকাল ৯টার সময় দেশীয় অস্ত্র,দা,কিরিচ নিয়ে দশ বারো জন লোক এমন অতর্কিত হামলা চালিয়েছে ছয় মাসের গর্ভবতী এক নারীর উপর।
হামলাকারীরা হলো,হামিদ হোসেন,দেলোয়ার হোসেন, এবং তাদের পিতা জামাল হোসেন সহ আরো অপরিচিত কয়েকজন লোক।ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,বিগত এক মাস ধরে মৃত হায়দার আলীর পুত্র সন্ত্রাসী জামাল হোসেন লেদা এলাকার ৮নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলামের ভাড়া বাসার লোকদের ডিস্টাব করে আসছিলো এবং বাসা ভাড়া মালিক নুরুল ইসলামকে না দিয়ে সন্ত্রাসী জামাল গ্যাংদের দেয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিতো।বাসার মালিক নুরুল ইসলামকে নিষেধ করেছিলো ভাড়াটিয়াদের থেকে ভাড়া না নিতে,যদি নেয় তাহলে বাসার মালিককে খুন করা হবে বলেও হুমকী দিয়েছিলো।সন্ত্রাসী জামাল গংরা ভাড়াটিয়ারদের থেকে মাসিক ভাড়া চাইলে,তারা দিতে অনিহা প্রকাশ করলে, ভাড়াটিয়াদের উপর হামলা চালায়।বাসার মালিক নুরুল ইসলামের বোনের উপর অমানবিক মধ্যযুগীয় নির্যাতন চালিয়ে,তার গলার ১ভরী স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় বলে জানান, ভুক্তভোগী নুরবাহার বেগম।
ঘটনার খবর পেয়ে র্যাব ১৫ কে জানালে,র্যাব সদস্যরা ঘটনা স্থলে পৌঁছার আগেই অস্ত্রশ্বস্ত্র নিয়ে সন্ত্রাসী জামাল গ্যাং পাহাড়ে ঢুকে যায়।
এবিষয়ে ভুক্তভোগী পরিবার টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান,সংবাদকর্মীদের। ভিকটিম পরিবার ও এলাকার সচেতন মহল এমন অস্ত্রদারী সন্ত্রাসীরদের দমনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com