সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ।
টেকনাফে ইউএনডিপির আয়োজনে একলাবের বাস্তবায়নে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এটি আজ সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে একলাবের সামাজিক সংহতি প্রকল্পের সহকারী প্রকল্প সমন্বয়কারী শুভজিৎ চৌধুরীর সঞালনায় সাগত বক্তব্য রাখেন একলাবের সামাজিক সংহতি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কেফায়েত উল্লাহ সাজ্জাদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, মডেল থানার এসআই নাসরুল্লাহ। বক্তব্য রাখেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা,টেকনাফ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল,বাস স্টেশন জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা এমদাদ উল্লাহ।
এ সময় সকলের উপস্থিতিতে গুরুত্ব সহকারে আলাপ আলোচনা করা হয়। প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম বলেন, ধর্মের মধ্যে কোন ভেদাভেদ নাই। তাই সকল ধর্মকে সমানভাবে গুরুত্ব দিয়েই সকলকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com