নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে কিশোর গ্যাং লিডার রাজু গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম নগরের চান্দগাঁও থেকে কিশোর গ্যাং এর গডফাদার রাজু বাদশা প্রকাশ হামকা রাজুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাত ১টার দিকে বাস টার্মিনাল এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তারা জানান, হামকা রাজু দীর্ঘদিন ধরে ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসার পাশাপাশি কিশোর গ্যাং পরিচালনা করে আসছিল। এসব অপরাধে
তার বিরুদ্ধে ৫টি মামলাও রয়েছে। আটকের পর তার কাছ থেকে ১টি দেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ইলেকট্রিক শক বাটন উদ্ধার করা হয়।
রাজু প্রায় ১শ' জনের কিশোর দিয়ে গ্যাং পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে র্যাব
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com