অনলাইন ডেস্ক :-
আজ থেকে আত্মপ্রকাশ ঘটল বিজিবি এয়ার উইং।মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক রাশিয়া থেকে সংগৃহীত ২টি অত্যাধুনিক ডলফিন নোজড MI 171E অপারেশনাল কার্যক্রম এর উদ্ভোদনের মধ্য দিয়ে আজ থেকে বিজিবি এয়ার উইং এর যাত্রা শুরু হল।একসঙ্গে মোট ২৬ জন সৈন্য, সর্বোচ্চ পরিবহন ক্ষমতা ৩ হাজার কেজি, রোগী পরিবহন ক্ষমতা ১২ জন।অত্যাধুনিক অটোপাইলট সিস্টেমে পরিচালিত সাথে রয়েছে গ্রাউন্ড কলিশন ওয়ার্নিং সিস্টেম। এছাড়া হেলিকপ্টার গুলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এছাড়াও আজ বিজিবির বহরে বেশ কিছু APC, RCV যুক্ত হয়েছে। যেগুলোতে রয়েছে ব্যালাস্টি প্রোটেকশন, ব্লাস্ট প্রোটেকশন এবং হাই স্পীড নাইট ভিশন ক্যামেরা।
Leave a Reply