এম রবিউল আলম
স্বপ্নবুনে শত হাজার
দারুণ ব্যথা মনে,
রাত কেটে দিন চলে যায়
মিছে নাটকের ছলে,
স্বপ্ন দেখার অধিকার রাখে
গন্তব্যহীনায় খেলে,
স্বপ্নে তার কাটাঁমাখা
সে যে বড় ছেলে।
অশ্রুজলে বুক ভাসায় সে
মুখে মিছে হাসি,
ক্লান্ততার পর রাত পোহাতে
ভাবনারাই তার সাথী।
তার কথা হয় রবের সাথে
গভীর রাত জেগে,
চাওয়া পাওয়া সবকিছু
তার কাছে মেলে।
সবার দুঃখের ভাগী হয় যে
সবার পাশে সেই,
তার মনেও হাজার ব্যথা
শোনার কেউ নেই।
সবার সুখে ক্লান্ত হয়ে
ঘামে তার দেহ,
ঘামে না কভু সে
হরফনমৌলা যেন।
তার হাসিতেও দুঃখ থাকে
কি যেন ভেবে,
স্বপ্ন তার স্বপ্নই থাকে
সেই যে বড় ছেলে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com