বার্তা প্রেরক
"মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ১১ নভেম্বর কুতুবদিয়া থানার উদ্যেগে থানা কম্পাউন্ডে অফিসার ইনচার্জ, জনাব মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে এক "ওপেন হাউজ ডে" সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান, পিপিএম-সেবা।
তিনি তার সুস্পষ্ট বক্তব্যে বলেন, "পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।
পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনও আপষ নেই এবং " মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। নারী নিযার্তন ও ইভটিজিং,ধর্ষণ, প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিটি ইউনিয়নে আলোচনা সভা করার আহবান করেন।
এ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com