নাছির উদ্দীন রাজ, টেকনাফ ৭১
টেকনাফে বিজিবির সাথে বন্দুক যুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছে। বিজিবি জানায়, টেকনাফ বিওপির দায়িত্ব রত ১নং সুইচ গেইট এলাকা দিয়ে মায়নমার হতে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবির টহল দল সুইচ গেইট এলাকায় স্পিট বোট দিয়ে টহল দিতে থাকে। আনুমানিক ১০.২২ঘটিকার সময় ৩জন সন্দেহ জনক ব্যক্তি মায়নমার হতে একটি কাঠের নৌকা যোগে জিরুলাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখে তাদের বিজিবি চ্যালেঞ্জ করলে, সন্দেহ জনক ৩ ব্যক্তি বিজিবির টহল দলের উপর অতর্কিত গুলি বর্ষন করলে।এতে ২জন বিজিবি সদস্য আহত হয় ।পরে বিজিবিও কৌশল গত অবস্থানে গিয়ে সরকারি সম্পদ ও মাল রক্ষার্থে পাল্টা গুলি চালালে ২জান মাদক কারবারি পানিতে সাতরিয়ে মায়নমারের দিকে পালিয়ে যায়। এপর্যায়ে গুলা গুলি থেমে গেলে কাঠের নৌকাতে তল্লাসি চালিয়ে ২,১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় আগ্নেয়াস্ত্র, ও খালি খোসা উদ্ধার এবং অজ্ঞাত এক যুবক কে গুলিবিদ্ধ অস্থায় দেখতে পেয়ে উদ্বার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টেকনাফ ২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ফায়সল হাসান খানঁ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com