নাছির উদ্দীন রাজ, টেকনাফ
পর্যটন শহর কক্সবাজার কে যানযট মুক্ত রাখতে
গত ১৬ সবেম্বর ২০২০ ইং জেলা পুলিশ অফিস, কক্সবাজার এর সম্মেলন কক্ষে কক্সবাজার শহরে যানজট নিরসনের লক্ষে শহরের অটোরিকশা (টমটম)/টুরিস্ট গাড়ির (চাঁন্দের গাড়ি) চালক, মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পুলিশ সুপার বলেন, রেজিস্ট্রেশন বিহীন অটোরিকশা (টমটম)/টুরিস্ট গাড়ি (চাঁন্দের গাড়ি) ও অন্যান্য থ্রি হুইলার শহরের ট্রাফিক আইন ভঙ্গ করে চলাচল করছে বিধায় শহরে যানজটের সৃষ্টি হচ্ছে। তাই যানজট নিরসনের লক্ষে উক্ত শ্রেণীর গাড়ির চালকগন তাদের নিজ নিজ বৈধ ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয় পত্র( NID) সঙ্গে রাখবে যাতে করে স্থানীয় চালক এর বাইরে কোন রোহিঙ্গা গাড়ি চালাতে না পারে। অটোরিকশা (টমটম)/টুরিস্ট গাড়ি (চাঁন্দের গাড়ি), অন্যান্য থ্রি হুইলার চালকগণ রাস্তায় যত্রতত্র তাদের গাড়ি পার্কিং করে রাখতে পারবেন না, পাশাপাশি রাস্তার উপরে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করাতে পারবেন না। এছাড়াও তিনি অনুমোদিত সংখ্যার বাইরে এ ধরনের যানবাহন যাতে চলাচল না করে সেজন্য ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সকল প্রকার যানবাহন থেকে চোখের জন্য মারাত্মক ক্ষতিকর অবৈধ এলইডি লাইট অপসারণ করতে হবে। এসময় তিনি উপস্থিত সকলকে সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য আহ্বান জানান।
Leave a Reply