বিশেষ প্রতিনিধি
সীমান্ত শহর টেকনাফে একটি বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৫৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। অভিযান চলাকালীন সময় ইয়াবা ব্যবসায়ীর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
জুমাবার (২৭ নভেম্বর) বিকাল ৪ঘটিকার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ জোনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল তা নিশ্চিত করেছেন । এসময় উপস্থিত ছিলেন পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানসহ আরো অনেকেই ।
গ্রেপ্তার কৃতরা হলেন টেকনাফ পৌরসভার ইসলাবাদের মৃত মোহাম্মদ শরীফের ছেলে মোহাম্মদ নাছির (৩৬) ও পুরান পল্লানপাড়ার নুরুল ইসলামের ছেলে নুরুল আলম (৩৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল বলেন , অনেক দিন ধরে ফয়েজ আহমদ শীর্ষ ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে অনুসন্ধান চালাই আমরা। গোপনে খবর আসে, মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান এনে তার বড়িতে মজুদ রেখেছে। এই সংবাদে জুমাবার ভোরে টেকনাফের ইসলামাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ ওই দুজনকে আটক করা হয়।তিনি আরও জানায় , ধৃতদের স্বীকারোক্তি মতে ইয়াবা ব্যবসায়ী ফয়েজ আহমদের বাড়িতে ফের অভিযান চালানো হয়। এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৫৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ একটি মোটরবাইক উদ্ধার করা হয়। কিন্তুু ঠেরপেয়ে স্ত্রী সহ ফয়েজ পালিয়ে যায়। আটক দুজনই তার সহযোগী।এই ঘটনায় ফয়েজ ও তার স্ত্রী তসলিমা আক্তারকে পলাতক আসামি করে ইয়াবাসহ ধৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হবে বলেন ডিএনসি কর্তৃপক্ষ।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com