প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ১০:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২০, ৮:০০ পি.এম
বহু জল্পনা কল্পনা শেষে ভাসানচরে পথে রোহিঙ্গারা
মোঃ আরাফাত সানী, টেকনাফ থেকে
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে উখিয়া কলেজ মাঠ রোহিঙ্গা নিয়ে ভাসানচরের উদ্দেশে যাত্রা শুরু করেছে প্রায় ২০টি বাস। তাদের ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে তাদের নিয়ে যাওয়া হচ্ছে।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে প্রথম পর্যায়ে ১০ বাসে রোহিঙ্গা নিয়ে রওনা হতে দেখা গেছে।
ধারণ করা হচ্ছে, প্রতিটি বাসে ৩০ থেকে ৪০ জনের মতো রোহিঙ্গা রয়েছে। তবে এখনও পর্যন্ত কত পরিবার রোহিঙ্গা ভাসানচর যাচ্ছেন, তার কোনো সঠিক তথ্য ও পরিসংখ্যান পাওয়া যায়নি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্বেচ্ছায় যারা ভাসানচরে যাওয়ার জন্য তালিকাভুক্ত রোহিঙ্গা পরিবার গুলোকে বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্প থেকে নিয়ে উখিয়া কলেজ মাঠে জড়ো করা হয়।
সেখান থেকে এই পর্যন্ত ১০টি বাস ভাসানচরে উদ্দেশে রওনা দিলেও আরও ১৫
টিও অধিক বাস সেখানে রয়েছে৷ ওই বাসগুলো রোহিঙ্গাদের যে কোনো সময় রওনা দিতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোশারফ হোসেন জানান, স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গাদের একটি দল নিয়ে প্রথম ২০টি বাস বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখান থেকে শুক্রবার সকালে নৌ-বাহিনীর তত্ত্বাবধানে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com