প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৫:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২০, ৩:৫৪ পি.এম
টেকনাফে (ডিএনসি) জালে ৬৫ হাজার ইয়াবাসহ আটক-১
মোঃ আরাফাত সানী, টেকনাফ থেকে
কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬৫ হাজার পিস ইয়াবাসহ মোস্তাক মিয়া (২৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) রাতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ সংলগ্ন সীবিচ রোড ও সদরের নাজির পাড়া এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকা বলে জানায়।
আটক মাদক পাচারকারী হলেন, টেকনাফ সদরের নাজির পাড়া এলাকার মৃত মোঃ আবু বক্করের ছেলে।
এবিষয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ জোন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সব ইয়াবাসহ মাদক পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।
তিনি বলেন, ইয়াবা পাচারের গোপন সংবাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ জোনের একটি টিম টেকনাফ পৌরসভার অলিয়াবাদ সীবিচ রোড সংলগ্ন নজির আহম্মদের দোকানের সামনে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তীতে টেকনাফ সদরের নাজির পাড়া এলাকার এখলাস মিয়ার ছেলে হারুন রশীদের বাড়ীতে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবাসহ আটক মাদক পাচারকারী এবং জড়িত টেকনাফ সদরের নাজিরপাড়া এলাকার হারুনুর রশীদকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা রুজু করা হবে।
তিনি আরো বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ও ইতিপূর্বে গত (২৭ নভেম্বর) টেককনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৫৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছিল। এসব পাচারকারীরা আদালতে মাদকের বিষয়ে প্রথম জবানবন্ধী প্রদান করেছেন। যা টেকনাফে প্রথম। তবে মাদককারবারী যে হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা বলে জানিয়েছেন। এ সময় টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর জিল্লুর রহমান ও উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com