বিশেষ প্রতিবেদক
টেকনাফে ২৭নং রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে ইয়াসিন। সুত্র জানায়,৬ জানুয়ারি (বুধবার) ১টারদিকে টেকনাফে ২৭নং হ্নীলা দমদমিয়া ন্যাচারপার্ক সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের ২৪৪৯৪৪নং রোমের বাসিন্দা আবুল বশরের পুত্র মোঃ ইয়াছিন (৩৩) এর গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরিবার ও পার্শ্ববর্তী লোকজন তা দেখতে পেয়ে ক্যাম্প পুলিশকে খবর দেয়। ক্যাম্প পুলিশের ইন্সপেক্টর এহসান সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে রয়েছে। মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
ক্যাম্প পুলিশের ইন্সপেক্টর এহসান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয় রোহিঙ্গারা জানায়, আন্তহত্যাকৃত স্বামী ও তার স্ত্রীর সাথে বেশ কয়েকদিন পূর্ব হতে পারিবারিক বিষয় নিয়ে কলহের সৃষ্টি হয়। এতে স্ত্রী অভিমানে বাপের বাড়ি চলে যায়। স্বামী নিজে ও লোক মারফতে স্ত্রীকে ফিরে আসার জন্য বলে। তবুও স্ত্রী ফিরে না আসায় অভিমানী স্বামী গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে বলে ধারণা করা হচ্ছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com