মোঃ শেখ রাসেল
কক্সবাজার টেকনাফে সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকায় একাধিক মামলার আটক আসামীকে ছিনিয়ে নেওয়ার সময় দুই পক্ষের সংঘর্ষে খোরশেদ আলম (২২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার হাজ্বী গোলাম হোসেন’র পুত্র।সুত্রে জানা যায়, ৫ জানুয়ারী( মঙ্গলবার) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকায় এ ঘটনাটি সংঘটিত হয়।পুলিশের দাবী এ ঘটনায় তাদের তিন সদস্য আহত হয়েছে।এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, ৫ জানুয়ারি (মঙ্গলবার) রাতে টেকনাফ সদর ইউনিয়ন রাজারছড়া এলাকা থেকে মাদক মামলাসহ ১১টি মামলার পলাতক আসামী মাদক কারবারী শামসুল আলমকে আটক করে থানায় নিয়ে আসার পথে মিঠাপানিছড়া এলাকায় পৌঁছলে আটক আসামীর সহযোগীরা অস্ত্রসস্ত্র নিয়ে পুলিশকে ব্যারিকেড দেয় এবং আটক শামসুকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের উপর অতর্কিত হামলা চালালে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলিতে পুলিশের তিন সদস্য আহত এবং খোরশেদ আলম এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়।তিনি আরো জানান, নিহত যুবকের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। আটক শামসুল আলম অত্র এলাকার র্শীষ মাদক ব্যবসায়ী।আহত তিন পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। এদিকে সংঘটিত এই ঘটনার খবর পাওয়া মাত্র টেকনাফ হাসপাতালে ছুটে আসেন কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান ও সহকারী পুলিশ সুপার উখিয়া-টেকনাফ সার্কেল শাকিল আহমেদ।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com