সংবাদ দাতা
ছবি ইডিড করে গিয়াস বাহিনী বলে ফেইসবুকে ছবি ছড়িয়ে সন্ত্রাসী তকমা লাগিয়ে আমাকে দেশ বা প্রশাসনের কাছে কলঙ্কিত করেছে স্থানীয় শক্রুরা। তিনি বলে, আমি এলাকার একজন সহজ সরল লোক। জীবন চলার পথে বিগত স্থানিয় নির্বাচন কে কেন্দ্র করে আমাদের গ্রামে কিছু দুশকৃতি কারিদের গলার কাটা হয়ে দাড়ায়। যাহারা আমাদের জন্য এলাকায় কোন অত্যচার করতে পারত না। সেই সুযোকে আমাকে রাষ্ট্রের কাছে সন্ত্রাসী হিসেবে পরিচয় করে তুলার জন্য তারা একটার পর একটা মিশন নিয়ে নামে। ধারস্ত হন বিভিন্ন মিডিয়া কর্মী বা ফেইসবুকের। আমার অজান্তে জাতির বিবেক সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় আমার বিরুদ্ধে নিউজ করেছেন। যাহার তীব্র নিন্দ ও প্রতিবাদ জানায়। গিয়াস জানায়, শুধু তা নয় বছর আগে কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের উত্তর করলা পাড়া গ্রামের সংগঠিত এক অস্ত্র ধারীর ছবি ইডিড করে আমার মুখেমন্ডলের উপর লাগিয়ে দেন। সেই ছবি আমার গ্রামের শত্রুরা বিভিন্ন ফেইসবুক ও নিউজের সময় মিডিয়ায় দিয়ে ভাইরাল করেন। যাতে ঐ ইডিড করা ছবি দেখে মানুষ বা প্রশাসন বুঝতে পারে আমি সন্ত্রাসী গিয়াস। আমি সমস্ত প্রশাসের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে ও জাতির বিবেক সাংবাদিক ভাইদের মাধ্যমে চ্যালেঞ্জ করে বলতে চাই ঐ অস্ত্র ধারীর ছবি টি আমি গিয়াস উদ্দিন নয়। আমার এলাকার শত্রুরা আমাকে ফাঁসানোর জন্য কুতুবদিয়ার ঘটনার ছবিতে মুল অস্ত্রধারী ছবি ইডিড করে আমার ছবি লগিয়ে দিয়েছে। উক্ত ঘটনা পুনরায় তদন্ত করে যারা আমাকে সন্ত্রাসী তকমা দিয়ে আমার জীবন চলার পধ বাধাঁ গ্রস্ত করেছে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানায়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com