কক্সবাজার-টেকনাফ সড়কে ডাম্পার-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। ১০ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার পালং গার্ডেন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।এসময় গুরুতর আহত রত্নাপালং ইউনিয়নের আবদুর রাজ্জাক (প্রকাশ ভেলা)র ছেলে মোঃ শাহ রেজা (৩০) কে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোটবাজারমুখী একটি মোটরসাইকেলর সাথে উখিয়ামুখী একটি ডাম্পারের সংঘর্ষ হলে এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। এসময় তার প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত মোঃ শাহ রেজা উখিয়া উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।উল্লেখ্য,গত মাসের মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে একই এলাকায় মর্মান্তিক আরেকটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের জাফর আলমের ছেলে সিটি কলেজের অনার্স পড়ুয়া ছাত্র এহসানুল হক মিসেল (২৩)।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com