মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া:
দক্ষিণ কক্সবাজারের ব্যস্ততম শহর উখিয়ায় অত্যাধুনিক মানের কম্পিউটার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শাহ জালাল কম্পিউটার।
গত ০৫ ফেব্রুয়ারি বাদে জুমাবার প্রধান সড়কস্থ বিএনপি অফিস সংলগ্ন (উখিয়া স্টেশন মসজিদের বিপরীতে) স্বনামধন্য এই প্রতিষ্ঠানের খতমে কোরান ও মিলাদ মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজাপালং এম ইউ ফাজিল ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা খাইরুল বশর।
উদ্বোধনকালে তিনি বলেন, বর্তমান যুগ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। উন্নয়নশীল দেশগুলো উন্নতির চরম শিখরে পৌঁছে উন্নত অর্থনৈতিক প্রবৃদ্ধি লাভ করতে পারে কম্পিউটার শিক্ষা ও ব্যবহারের মাধ্যমে।
শাহ জালাল কম্পিউটারের কর্ণধার জানান, অভিজ্ঞ অপারেটর দ্বারা: যাবতীয় কম্পিউটার কম্পোজ।
অভিজ্ঞ অপারেটর দ্বারা দলিল লিখা।
সকল প্রকার নন-জুড়িশিয়াল ষ্ট্যাম্প, কার্ট্টিস, কোর্ট ফি, লেমেনেটিং, ছবি প্রিন্ট, কালার প্রিন্ট, ডিজিটাল মেশিনে ফটোকপি করা হয়।
তিনি আরও জানান, এজাহার, অভিযোগ, আপত্তির দরখাস্ত, নকলের দরখাস্ত ফরম সহ যাবতীয় অনলাইনের কাজ করা হয়।
শাহ জালাল কম্পিউটার
প্রোঃ শাহ জালাল
মোবাইল: ০১৮৭৬-৫৪৫১৩০,
ই-মেইল: Shahjalalcomputer2021@gmail.com
ঠিকানা : বি.এন.পি অফিস সংলগ্ন
ফেইসবুক: শাহ জালাল শুভ (শুভ চৌধুরী)
Leave a Reply