প্রেস বিজ্ঞপ্তি
হ্নীলা ইউনিয়ন আলীখালী গোল্ডকাপ ফুটবল
টুর্ণামেন্ট ২০-২১ইং এর সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ আলীখালী ফুটবল খেলার মাঠে বিকাল তিন ঘটিকার সময় অনুষ্ঠিতব্য চাইনিং স্টার বনাম বাহার ছড়া জাহাজ পুড়া যুবক্রীড়া পরিষদের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। দুই দলের হাড্ডা হাড্ডি ফুটবল খেলায় বাহার ছড়া জাহায পুড়া যুবক্রীড়া পরিষদ ফুটবল কে ১ (এক) গোলে হারিয়ে বিজয় লাভ করেন চাইনিং স্টার ফুটবল একাদশ। খেলা শেষে ম্যান আব দ্যা ম্যাচ অর্জন কারিকে পুরস্কার বিতরনে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা সরওয়ার কামাল সিকদার,৮নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মোঃ আলম, মাষ্টার জাফর আলম, মৌঃ মোহাম্মদ হোছন, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহব্বায়ক মোঃ রাসেল সহ পরিচালনা কমিটির নেন্তৃবৃন্দ।
Leave a Reply