নাছির উদ্দীন রাজ, টেকনাফ
টেকনাফ ফুটবল জগতের মুখ উজ্জ্বল করে এই প্রথম রাজধানী ঢাকার ডাকের অপক্ষায় দিন গুনছেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন রংগীখালী ০৭নং ওয়ার্ডের কৃতি সন্তান ও ক্ষুদে ফুটবলার মোঃ আরমান। তাহর পিতা ছৈয়দ আহাম্মদ ও মাতা মমতাজ বেগম এর শেষ /ছোট ছেলে সে ৬ষ্ট শ্রেনীতে পড়া লেখা করে বলে জানিয়েছে পরিবার।
জানাগেছে, সাম্প্রতিক সময়ে আগামীর বাংলাদেশ ও ফুটবল বিশ্ব ঠিক করতে সারা দেশে সকল স্থান ও স্থর থেকে বয়স ভিত্তিক অনুর্ধ -১৫ ফুটবল খেলোয়াড় দের বাঁচাই পর্ব চলছে। সে পর্বে কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রথম বাঁচাই পর্বে ভাল খেলার অভিজ্ঞতা দেখিয়ে ৩০জনের মধ্যে ৫নম্বরে নিজের জায়গা করেনে ক্ষুদে ফুটবল খেলোয়াড় আরমান। পরে দ্বিতীয় অপেক্ষা বিভাগীয় পর্যায়েও উত্তীর্ণ হওয়ায় পহর যেন ঘুম ভাঙা স্বপ্ন আরমানের । কখন কানের পাশে বিকট শব্দে শুনবে চট্রগ্রাম বাচাইয়ের ডাক। কিন্তুু ১৯ফেব্রুয়ারী চট্টগ্রাম বিভাগেও বাচাই পর্বে আটকাতে পারেনি কেউ। এখন অপেক্ষা শুধু ২৩ তারিখের জন্য কখন ঢাকা স্টেডিয়ামে ফাইনাল বাচাই পর্বের সমাপ্তি হবে? সেখানেও যদি উত্তীর্ণ হয় জাতীয় ও আন্তর্জাতিক ভাবে ফুটবল খেলার সুযোগ হবে বলে মনে করছেন ক্রীড়া প্রেমিকেরা। আরমানের ফুটবল খেলা ও বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হওয়ায় কথা নিয়ে সরব দেখা যাচ্ছে টেকনাফ, হ্নীলা ও নিজ গ্রাম রংগীখালী বাজারের চায়ের দোকান, সহপাঠী, ক্রীড়াঙন সহ স্থানীয় জনসাধারণের মাঝে। তারা বলছেন, আরমান আমাদের গৌরব, আমাদের এলাকায় এত বড় অর্জন তা যেন সে ধরে রাখতে পারে তাই সকলে তাহার জন্য দোয়া করবেন। উল্লেখ্য সে রঙিখালী ফুটবল একাডেমি একজন ক্ষুদে ফুটবলার।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com