মোঃ আশেক উল্লাহ ফারুকী:
উপজেলা নারী উন্নয়ন ফোরামের দ্বিমাসিক সমন্বয় সভা টেকনাফ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ২৩ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। টেকনাফ উপজেলা নারী উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত এবং কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএলজি) প্রকল্প. স্থানীয় সরকার বিভাগ এর সহযোগিতায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. এস এস এল জি শ্রাবন্তী রায়.U.N.D.P. মোজাম্মেল হক. E.A.L.G. U.N.D.P শরিফুল হক এবং অনুষ্ঠান সঞ্চালনায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্ম সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতি স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল কাজ শুরু হয়। বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন. নারী উন্নয়ন ফোরামের কোষাধক্ষ্য ও মহিলা মেম্বার লায়লা বেগম প্রমূখ। এর আগে অনুষ্ঠানে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বক্তব্যে বলেন. দেশে অর্ধেক নারী অর্ধেক পুরুষ এবং দেশকে উন্নয়ন সমৃদ্ধশালী করতে নারীর ক্ষমতায়নে আনতে হবে। সমাজে পিছিয়ে পড়া নারীদেরকে শিক্ষাদিক্ষা ও সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তৈরি করে দেশ ও জাতি গঠনে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন. ইএলজি প্রজেক্ট ডাইরেক্টর ফ্যাসিলেটর আবুল ফারাহ মোহাম্মদ শাহ। এতে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা নারী উন্নয়ন ফোরামের সদস্য বৃন্দ।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com