নাছির উদ্দীন রাজ, টেকনাফ
শীর্ষ সন্ত্রাসী ডাকাত জকির বাহীনির প্রধান জকির সহ তিন সদস্য নিহত হওয়ায় মিষ্টি বিতরন করেছে রোহিঙ্গারা। ২৪ ফেব্রুয়ারী২০২১ইং সকাল ১১.৩০ ঘটিকার সময় মুছনি নয়াপাড়া রেজিস্ট্রার রোহিঙ্গা শিবিরে ডাকাত জকির নিহত হওয়ায় দোয়া অনুষ্ঠান ও মিষ্টি বিতরন করেছে। রোহিঙ্গারা জানায়, আমরা জকির বাহীনির কারণে মিয়ানমার থেকে ও বেশী নির্যাতনে ছিলাম ক্যাম্পে। কিন্তুু গত কাল তাহার অবসান ঘটিয়ে আমাদের জন্য নতুন দিনের সূত্র পাত হয়েছে বলে মনে করি। এমন কোন ঘটনা সে করেনি যা আমরা বর্ণনা দিতে পারব। গত ২৩তারিক গনীন পাহড়ে RAB এর সাথে বন্দুক যুদ্ধে জকির সহ তিনজন নিহত হয় বলে জানায় রোহিঙ্গারা। সে কারণে তারা সরকার প্রধান সহ প্রসাশনকে ধন্যবাদ জানিয়েছেন।
Leave a Reply