মোঃ আরাফাত সানী, টেকনাফ
টেকনাফ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রভাবশালী চক্রে এক ইন্দনে সক্রিয় হয়ে উঠেছে টমটম ও মোটর সাইকেল চুর সিন্ডিকেট, সাম্প্রতি মাদক সেবন কারীরা মূলত এ কাজ করে থাকে, তাদের অধিকাংশ রোহিঙ্গা।
উল্লেখ, গতকাল হোটেল নিউ গ্রীন গার্ডেনের সামনে টমটমটি রেখে মাছ বাজার গেলে ৫ মিনিটের ব্যবধানে টমটম চুরি করে নিয়ে যায়। এমনকি এ রকম ঘটনা প্রতিনিয়ত কোন না কোন স্থানে হচ্ছে বলে জানান। স্থানীয় একটি প্রভাবশালী চক্র চুরি করে আনা যানবাহন নিয়ন্ত্রণে নিয়ে থাকে। সচেতন মহলের অভিমত এদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। বিশেষ করে পৌরসভার কে কে পাড়া,পুরান পল্লাম পাড়া,জালিয়া পাড়া,নাইট্যং পাড়া ইসলামাবাদ, অলিয়াবাদসহ এই চুর চক্রের অবস্থান।
নিম্নি গাড়ি ছবি দেওয়া আছে, কেউ যদি দেখে থাকেন বা পেয়ে থাকেন সাথে সাথে নিম্নে নম্বারে যোগাযোগ করুন (,01857733525) উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com