নিজস্ব প্রতিনিধি টেকনাফ,
টেকনাফ সদরের দক্ষিণ লেঙ্গুরবিল গ্রামে আত্মপ্রকাশ করেছে, “ঊষার আলো ছাত্র ফোরাম” নামে একটি সামাজিক সংঘটন। “শিক্ষা আমাদের পথপ্রদর্শক” শ্লোগানকে প্রতিপাদ্য করে নবযাত্রা করেছে এই সংঘটনটি। মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণীর মধ্য দিয়েই অভিষেক হয় “ঊষার আলো ছাত্র ফোরাম” এর।
সমাজে ঝরে পরা মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করার জন্যই উক্ত ফোরামের সৃষ্টি বলে জানান, উক্ত ফোরামের আহবায়ক। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লম্বরী মলকা বানু উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক, মুহাম্মদ আবু তাহের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী, মহেশখালিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মুহাম্মদ ইসমাইল মুকুল, চট্টগ্রাম সিটি কলেজের সাবেক শিক্ষার্থী মুহাম্মদ শহীদুল্লাহ, আব্দুস শুক্কুরসহ অত্র এলাকার মুহাম্মদ ইউনুছ, ছামিউদ্দিন প্রমূখ। বক্তব্য কালে অতিথিরা বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষিতদেরই গুরুদায়িত্ব পালন করতে হবে।
শিক্ষার পাশাপাশি মানবিকতাকে দারণ করে দেশ ও দশের কল্যাণে ঝাঁপিয়ে পরার উপদেশ দেন অতিথিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উক্ত সংগটনের আহবায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী মুখ ইমতিয়াজ আহমদ। মেধাবী ছাত্রদের পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় অভিষেক অনুষ্ঠান। পুরস্কার পেয়ে উৎসাহিত শিক্ষার্থীদের পাশাপাশি অভিবাবকরাও খুশি হয়েছেন বলে জানিয়েছে।
Leave a Reply