মোহাম্মদ নোমান, টেকনাফ
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে শিশু হত্যা সহিত জড়িত ২ আসামী গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)
আজ সকাল সোয়া ৮টার দিকে নয়াপাড়া ক্যাম্পের সি ব্লক এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদেরকে আটক করা হয়।
১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম জানান, নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের মো: জাবেরের মেয়ে, শিশু শাহিনুর (০৮),গত ২ মার্চ নিঁখোজ হয় ও ৩দিন পর ৫ মার্চ সি ব্লকের পাশের পাহাড়ী এলাকা থেকে তার ক্ষত-বিক্ষত ও একটি হাত বিচ্ছিন্ন অবস্থায় লাশ পাওয়া যায় । টেকনাফ থানা পুলিশ কর্তৃক সুরতহাল রিপোর্ট তৈরী পূর্বক লাশের ময়নাতদন্ত করত ভিকটিমের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করে। শাহিনুরকে অপহরনপূর্বক খুন করার অভিযোগে অভিযুক্ত ১) রহমত উল্লাহ (২৩), পিতা- আজিমুল্লাহ, মাতা- হালিমা খাতুন, সাং ব্লক-বি, শেড নাম্বার- ১১৫২/৪ ও ২। সঞ্জিদা (৩৫), স্বামী-রহমত উল্লাহ, পিতা- আবুল হাশিম, সাং- ব্লক সি, শেড নাম্বার- ৮৬২, রুম নাম্বার- ২, উভয় নোয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারদ্বয়কে ০৮/০৩/২০২১ ইং তারিখ ০৮:১৫ ঘটিকার সময় ভিকটিমের মা-বাবা ও স্থানীয় লোকজনের সহায়তায় নয়াপাড়া এপিবিএন পুলিশ গ্রেফতার করে। আসামীদের টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
আসামীদের টেকনাফ থানায় হস্তান্তরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com