আজিজ উল্লাহ, টেকনাফ:
টেকনাফ বাহারছড়া শামলাপুর ২৩ নং রোহিঙ্গা শিবির থেকে ১৫৯ পরিবারের ৬৯৮ জন রোহিঙ্গা নারী-পুরুষ শিশুসহ সাম্প্রতিক বাতিলকৃত শামলাপুর ২৩নং ক্যাম্প থেকে কুতুপালং- বালুখালীর বিভিন্ন ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।
সুত্রে জানা যায়, মঙ্গলবার (৯ মার্চ ) বিকাল ৩.০০ টার দিকে বাহারছড়া শামলাপুর ফুটবল খেলার মাঠ থেকে শামলাপুর ২৩ নং রোহিঙ্গা শিবিরের বিভিন্ন ব্লক হতে উখিয়া কুতুপালং- বালুখালী মেগা ক্যাম্প ১৯ ও ২০সহ পাশাপাশি অন্যান্য রোহিঙ্গা শিবিরে তাদের আত্মীয় স্বজন অবস্থানকারী ক্যাম্পে সদিচ্ছায় যেতে ইচ্ছুক ১৫৯ পরিবারের ৬৯৮ জন রোহিঙ্গা সদস্যকে RRRC অফিস কর্তৃক প্রদানকৃত বাস- ট্রাক যোগে উখিয়া উপজেলার কুতুপালং এবং বালুখালীর বিভিন্ন ক্যাম্পে গমন করে। যেসব ২৩ নং রোহিঙ্গা শিবিরের যেসব ব্লক হতে হস্তান্তর করা হয়েছে তা হচ্ছে
ক। ক্যাম্প-২W : ১৪ পরিবার-৬৯ জন।
খ। ক্যাম্প ৯: ২৪ পরিবার - ৯৯ জন।
গ।ক্যাম্প-১১ : ১২ পরিবার-৬৩ জন।
ঘ।ক্যাম্প-১২ : ১১ পরিবারের-৫৬ জন।
ঙ। ক্যাম্প-১৭ ;-৩৩ পরিবারের ১৪৫ জন।
চ।ক্যাম্প-১৮
- ৪৭ পরিবারের ১৯৬ জন।
ছ।ক্যাম্প-২১
- ৬পরিবারের ১৯ জন।
জ। ক্যাম্প-১৩ ; ১০ পরিবারের ৪২ জন।
ঝ।ক্যাম্প-২২;২ পরিবারের-০৯ জন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com