বার্তা প্রেরক::
ঈমানের পর পর-ই নামাজের গুরুত্ব আর বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ছাড়া নামাজ হবে না। তাই কুরআনুল কারিমের বিশুদ্ধ তিলাওয়াত শিখা ফরজে আইন।নামাযের পাশাপাশি আল্লাহ তা'য়ালার আরও অনেক বিধি-বিধান রয়েছে। সেগুলো সম্পর্কে মুটামুটি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। যেন সেগুলোর উপর আমল করা সম্ভব হয়।কিন্তু জীবনও জীবিকার তাগিদে কিংবা অবহেলাও অলসতার কারণে সেগুলো জানা সম্ভব হয় নি।
তাদের জন্য সুব্যবস্থা,,,,,,,,,,,,,
স্থান: টেকনাফ ছাত্র পাঠাগার
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, নাইট্যংপাড়া,
বাস টার্মিনাল,(১নং ওয়ার্ড)টেকনাফ পৌরসভা।
#রেজিস্ট্রেশন_ও_ভর্তি_কার্যক্রম :
৬ই এপ্রিল থেকে তথা ২৩শে শাবান।
#ক্লাস_শুরু: ১লা রমযান।
#সকলেক_জন্য_এই_কোর্স
ব্যবসায়ী,চাকুরিজীবী ও কর্মজীবী স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সকল প্রকার জনসাধারণের জন্য সহিহ কুরআন শরীফ শিক্ষা ও প্রয়োজনীয় মাসআলা শিক্ষার সুব্যবস্থা,,,,,,,,,,,
#বৈশিষ্ট্য_সমূহ:
১/একদম যারা কুরআন শরীফ তিলাওয়াত করতে পারে না তাদের জন্য আলাদা ব্যাচ।
২/যারা হালকা পড়তে জানে তাদের জন্য আলাদা ব্যাচ।
৩/যারা বিভিন্ন সুরে সুরে পড়তে চাই তাদের জন্য আলাদা ব্যাচ।
ইনশাআল্লাহ অভিজ্ঞ ক্বারী, হাফিজ, আলেম শিক্ষক সাহেবরা কোর্সটি পরিচালনা করবেন।
আয়োজনে::টেকনাফ_ছাত্র_পাঠাগার
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন,বাস টার্মিনাল ১নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা।
#প্রয়োজনে_যোগাযোগ::01853505356,01868515844
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com