বার্তা প্রেরক:
টেকনাফ এ পবিত্র লাইলাতুল মেরাজ উপলক্ষ্যে "নাফ মেরিন শিশু পার্ক" র সৌজন্যে ভাসমান মানসিক রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করলেন সেচ্ছাসেবী সংঘটন মানসিক রোগীদের তহবিল “মারোত”।
১২ই মার্চ (শুক্রবার) সকাল ১১ টায় টেকনাফ নাফ মেরিন শিশু পার্ক চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা সংঘটন এর সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে আরম্ভ হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন প্রধান উপদেষ্টা বাবু অধ্যাপক সন্তোষ কুমার শীল, মারোত জয়েন্ট সেক্রেটারি মোবারক হোসেন ভুইয়া র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপদেষ্টা সাইফুল হাকিম, সহসভাপতি ঝুন্টু বড়ুয়া, আইটি সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী, নির্বাহী সদস্য রুপন শর্মা, সাংগঠনিক সম্পাদক মিরাস উদ্দিন , অর্থ সম্পাদক আজিম উদ্দিন, হারুন অর রশিদ, রনি প্রমুখ। সভায় বক্তাগন এ ধরনের কর্মকান্ডকে সূদুরপ্রসারী করার মানসে সর্বস্তরের মানুষের সহযোগীতা, সহমর্মীতা,ও সুদৃষ্টি কামনা করেন।
সভাশেষে মারোতের কর্মীগন টেকনাফ পৌর এলাকাসহ বিভিন্ন জায়গায় ছরিয়ে ছিটিয়ে থাকা ভাসমান মানসিক রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করেন।
পিএমএ সাবেক সভাপতি দিদারুল আলম এ ধরনের মহৎকর্ম সাধনে নাফ মেরিন শিশু পার্ক কর্তৃপক্ষ সম্পৃক্ত হওয়ায় সাধুবাদ জানিয়েছেন।
মানসিক রোগীদের মাঝে খাবার বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় নাফ মেরিন শিশু পার্ক র ব্যবস্থাপনা পরিচালক জনাব ফজলুল কবির মারোত সেচ্ছাসেবী টিমের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে এমন ভালো কাজের পাশে থাকবেন বলে জানান।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com