আবহমান সময়ের কাঁটাতারে
আজ কেন মোরা বন্ধি?
মোরা কী কোন দেশের শত্রু,
দশের শত্রু,নাকি জঙ্গিবাদী?টেকনাফে আজ কেঁদে বেড়াচ্ছে
অবমাননার তরে,
তারা তাই রুদ্ধ দ্বারে দ্বারে
দাবি জানিয়ে ফিরে!আজ ঘুমন্ত বিবেক উঠেছে জেগে
চোখের সম্মুখে অন্যায় অত্তাচারে,
মানবতা দেখাতে গিয়ে মোরা
আজ বন্দী কাঁটাতারে।কাঁটাতারে বন্দী কতো যন্ত্রণার
বোঝাই কেমন করে,
স্বাধীন দেশে,পরাধীন অত্যাচার
বাঙালী সইতে নাহি পারে।পশ্চিমা লাশের পাহাড়ে আজ
বাঙালির নামটি রয়,
কাঁটাতারের বেড়ায় আটকিয়ে
করিতে পারে মোদের ক্ষয়।
৫৫ সমাপ্ত/৫ই মার্চ ২০২১ইং]
----------------------------------------------
✍ লেখকঃ রেজাউল করিম রেজা
[হ্নীলা,টেকনাফ,কক্সবাজার]
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com