টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে কোষ্ট গার্ড অভিযানে ২ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবাসহ নৌকা জব্দ
আরাফাত সানী, নাছির উদ্দীন, টেকনাফ
বাংলাদেশ কোস্ট গার্ড এর অভিযানে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে, ১৬ মার্চ মধ্যরাতে টেকনাফ এর শাহপরীর দ্বীপ এলাকায় মায়ানমার হতে বাংলাদেশে ইয়াবা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে লেঃ এম সালেহ আকরাম, (এক্স), বিএনভিআর (স্টেশন কমান্ডার টেকনাফ) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
(১৭ মার্চ) সকালে এক সংবাদ সম্মেলনে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন টেকনাফ কোষ্ট গার্ড স্টেশান কমান্ডার লেঃ এম সালেহ আকরাম।
অভিযান চলাকালীন সময় শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় মায়ানমারের সীমানা হতে একটি ইঞ্জিন চালিত নৌকা শাহপরীর দিকে আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদেরকে টর্চ লাইটের মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়। তারা নৌকাটি না থামিয়ে শাহপরীর সমুদ্র তীরে রেখে নৌকায় থাকা লোকজন দ্বীপ সংলগ্ন প্যারাবনের মধ্যে পালিয়ে যায়।
পাচারকারীদের খুজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে নৌকাটি তল্লাশী করে দুইটি ব্যাগে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা যায়। পরে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে সরকারের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে জানান কমান্ডার আমিরুল হক।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com