হ্নীলা জেলে পাড়ার লালু দাশ কে হত্যার চেষ্টা থানায় অভিযোগ, অপরাধীদের আইনের আওতায় আনার দাবি।
বিশেষ প্রতিনিধি।
টেকনাফ উপজেলার হ্নীলা জেলে পাড়ার লালু দাশ কে হত্যা চেষ্টার অভিযোগে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে তাহার পরিবার। গত ২৩ মার্চ রাত ৮.৩০ ঘটিকার সময় সুমন ষ্টোর দোকানের সামনে উক্ত ঘটনা ঘটে। এতে বিমল দাশের পুত্র লালু দাশ, মৃত সুখীরাম দাশ এর পুত্র যতিন দাশ, যতিন দাশের স্ত্রী বৃহস্পতি দাশ সহ বেশ কয়েক জন কে আহত করা হয়েছে। তিন জনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে কক্সবাজার জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বিমল দাশ বাদি হয়ে ৬/৭ জন কে আসামি করে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানিয়েছেন। বিবাদী গণ হল, মৃত সুধীর দাশের পুত্র চন্দ্রনাথ দাশ ও অজিদ দাশ, অজিদ দাশের পুত্র পরিক্ষীত দাশ,মৃত সুধীন দাশের পুত্র ভগিরত দাশ,মিলন দাশের পুত্র সজিব দাশ। বাদি জানায়, আমাদের পাশের বাড়িতে আমার বিবাদীরা ঝগড়া দিয়ে কথা কাটাকাটি করে। আমরা আমাদের বাড়ি থেকে তাদের ঝগড়া না দিতে বন্ধ করতে বললে চন্দ্র দাশ গং রা উল্টো আমাদের উপর ক্ষীপ্ত হইয়া আমাদের পরিবারের তিন জনকে দা কিরিচ,লোহার রট নিয়ে আঘাত করে,যা মধ্য যোগিয় বর্বরতাকে হার মানায়। এমতা অবস্থায় আমরা ঐ সস্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি।
Leave a Reply