প্রেস বিজ্ঞপ্তি
হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী জুম্মাপাড়ায় এগ্রিগেশন সেন্টার উদ্বোধন করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী। ১০ এপ্রিল রোজ (শনিবার) জুম্মাপাড়া এগ্রিগেশন সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, হ্নীলা ইউনিয়ন চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী, রংগীখালী ৭ নং ওয়ার্ডের মেম্বার জামাল হোসেন, মহিলা মেম্বার (৭,৮,৯) মর্জিনা আক্তার মদিনা ও শুশীলনের সম্মানিত ডেপুটি ডিরেক্টর জনাব সেতু বিশ্বাস। উক্ত এগ্রিগেশন সেন্টার সুশীলনের আওতাভুক্ত দলগুলোর উৎপাদিত পণ্য সমুহ বিক্রি করার জন্য নিয়ে আসেন। পণ্য সমূহ ক্রয় করার জন্য স্থানীয় হ্নীলা বাজার,লেদাবাজার ও রঙ্গিখালী বাজারের পাইকারি ব্যবসায়ীরা সমাগম হয়। দলের সদস্যরা ভালো দামে পণ্য বিক্রি করতে পেরে খুশি হয় এবং এতে করে দলের সদস্যদের এগ্রিগেশন সেন্টার এর পণ্য আনার উৎসাহ বৃদ্ধি পাবে। অপরদিকে পাইকারি ব্যবসায়ীরা ও নির্দিষ্ট একটা জায়গাতে ফ্রশ সবজি সমূহ ক্রয় করতে পেরে খুশি হয় এবং সব সময় পণ্য কিনতে আসার আগ্রহ প্রকাশ করে. স্থানীয় জনপ্রতিনিধি জনাব রাশেদ মোহাম্মদ আলী সুশীলন এমন উদ্যোগকে সাধুবাদ জানাই তিনি আরো বলেন এমন ঊদ্যোগে এলাকার সব মানুষ সুবিধা ভোগ করতে পারবে.কৃষকের উৎপাদিত পণ্য সমূহ বিক্রি করতে কোন প্রকার সমস্যা হবে না এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সমূহ ন্যায্য দামে বিক্রি করতে পারবে। পরিশেষে স্থানীয় জনপ্রতিনিধি গন সুশীলনের এমন কাজকে আবার ও ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতে সুশীলনের সব কাজে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com