নিউজ রুম টেকনাফ ৭১
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লেদা নুরালি পাড়ায় সন্ত্রাসী খালেকের গুলিতে ইমান হোসেন নিহত হয়েছে বলে জানাগেছে। অদ্য ১১ এপ্রিল ২১ ইং তারিখ রাত ৮.৩০ ঘটিকায় নুরালি পাড়ায় ক্যাম্প-২৬ (শালবাগান) আই/৯ ব্লকের পাশে খালেক ডাকাত গ্রুপের সাথে ইমান হোসেন এর বিভিন্ন বাহিনীর সোর্স সন্দেহ কে কেন্দ্র করে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির একপর্যায়ে খালেক এক রাউন্ড গুলিকরে বলে জানা যায় বলে জানিয়েছে স্থানীয়রা । উক্ত গুলিতে ইমান হোসেন গুলিবিদ্ব হলে, খালেক ছুরি আঘাতের মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করেন বলে জানিয়েছেন অনেক মাধ্যম । খবর পেয়ে ঘটনাস্থলে শালবাগান ১৬ এপিবিএন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন বলে জানাগেছে।
Leave a Reply