ক্রিড়া ডেস্ক, টেকনাফ ৭১
সমালোচনা পিছু ছাড়ছিলোই না। সোস্যাল প্ল্যাটফর্মে ট্রলে ক্রিকেটারদের মধ্যে ছিলেন সবার উপরে। এই টেস্টের একাদশে থাকা নিয়ে ছিলো বড় শঙ্কা তবে টিম ম্যানেজমেন্টের ভরসার প্রতিদান এবং সমালোচনার জবাবটা সোজা ব্যাটে দিলেন নাজমুল হোসেন শান্ত।
তৃতীয় ওভারে ক্রিজে আসেন,চকচকে লাল বলটায় মুভমেন্ট ছিলো বেশ। চাপকে উড়িয়ে দিয়ে বিশ্বাস রাখেন নিজের স্কিলে। ফ্রন্টফুটে ডিফেন্স আর ড্রাইভে আত্ববিশ্বাসী ছিলেন বাহাতি এই ব্যাটার।
শুরুতে উইকেটে সেট হতে সময় নিয়েছেন,সুযোগ বুঝে স্কোরিং শটও খেলেছেন। ১২০ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি শান্তর। হাফ সেঞ্চুরিতেও ফোকাশ কমেনি এতটুকুও। মধ্য দুপুরে পাল্লেকেলে’র পিচে ব্যাটে বল আসছে দারুন, তামিম মিস করলেও, আরেক বাহাতি ঠিকই তুলে নিয়েছেন প্রথম টেস্ট শতক।
১২ চার ও ১ ছয়ে ২৩৫ বল খেলে বাগিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হান্ড্রেড। পঞ্চাশের নিচে স্ট্রাইক রেট সাদা পোষাকে মানিয়ে যায়। এখান থেকেই হয়তো সম্ভাবনাময় এই ক্রিকেটারের নতুন শুরুর দেখা মিলবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com