বিশেষ প্রতিবেদক
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা নিয়ে চালককে আটক করেছে থানা পুলিশ। আজ সোমবার (২৬ এপ্রিল) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা পরিষদ গেইটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এবং একইদিন চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এসময় পাচারকাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। আটককৃত মাদক পাচারকারী ইমতিয়াজ (২৮)। সে কক্সবাজার টেকনাফ পূর্ব রঙ্গীখালি এলাকার হাজী ইউনুচের ছেলে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন , গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এবং এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশি টিম উল্লেখিত এলাকায় চট্টগ্রাম-মুখী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা নিয়ে ওই গাড়ির চালককে আটক করে। এসময় পাচারকাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮৪ লাখ টাকা।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com