নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফে প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে বিশেষ ভাবে বরাদ্দ কৃত ৮শ ৩৮ পরিবার কে চাল বিতরন উদ্বোধন করেছেন কক্সবাজার -৪ (উখিয়া – টেকনাফের) সংসদ শাহীনা আক্তার চৌধুরীর। সকালে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে তাহা বিতরন করা হয়। এ সময় এমপি শাহীন আক্তার চৌধুরীর পক্ষে উপস্থিত ছিলেন (উখিয়া-টেকনাফর ) সাবেক সংসদ আব্দুরহমান বদির, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া, প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ সহ আরো অনেকেই। এ সময় সাবেক সংসদ আব্দুরহমান বদি বলেন, আমি সংসদ থাকা কালে আমার এলাকায় যখন রোহিঙ্গা আগমনে জনসাধারণের অপুরনিয় ক্ষতি হয়েছে সে জন্য মহান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষ ভাবে চাল বরাদ্দের আবেদন করেছিরাম। যার কারণ প্রধানমন্ত্রী আমার এলাকার অসহায় মানুষ দের কথা চিন্তা করে তা প্রদানের নির্দেশ দেন। সেই সুবিধা আজ আপনেরা পেতে শুরু করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Leave a Reply