নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছেন। ২৭ এপ্রিল রাত ৮.১৫ ঘটিকার সময় তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানায়, টেকনাফ সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের পুত্র মোহাম্মদ রফিক (২৫) কে ১০০০পিস ইয়াবা ও ১টি মোবাইল সহ তাকে আটক করতে সক্ষম হয়। রাতে ইয়াবা বিক্রি হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার চৌকস পুলিশ অফিসার এস আই রফিকুল ইসলাম রাফির নেতৃত্বে একদল পুলিশ অভিযানে গেলে টেকনাফ পৌরসভার কেন্দ্রীয় ঈদগা ময়দানের পূর্ব পাশে অভিনব কায়দায় অবস্থান করা রফিক কে সন্দেহ হলে তাকে তল্লাশি করে পুলিশ। পরে তাহার কাছ হতে ১০০০পিস ইয়াবা ও ১টি ইয়াবা বিক্রির তথ্য আদান প্রদানে ব্যবহারিত মোবাইল জব্দ করেন বলে জানাগেছে। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মোঃ রহমান জানান , মাদক সন্ত্রাস ও মানব পাচারের বিরুদ্ধে টেকনাফে অভিযান অব্যহত আছে বলেই প্রতিদিন কেউ না কেউ ধরা কাটছে । আগামীতে কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম এর নেতৃত্বে টেকনাফে ইয়াবার গডফাদার ও অভিনব কায়দায় লুকিয়ে থাকা কারবারিদের বিরুদ্ধে বড় অভিযান পরিচালনা করে আইনের আওতায় আনা হবে । আর আমরা মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশ জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com