অভি বড়ুয়া,রাংগামাটি প্রতিনিধি।
রাঙামাটি জেলাতে Covid-19 সময়ে লকডাউনে কাজকর্মহীন হতদরিদ্র ৪৫০ জন মানুষের হাতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দিলেন এমপি দীপংকর তালুকদার এবং অন্যান্য নেতাকর্মী ও জেলা প্রশাসন। ২৮ ই এপ্রিল (বুধবার) সকালে রাংগামাটি শহরের চিং হ্লা মং মারী স্টেডিয়ামে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এই উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি দীপংকর তালুকদার প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় রাঙামাটি পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ জেলা প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপহার সামগ্রীর মধ্যে
১০ কেজি চাল,
১ কেজি ডাল,
৩ কেজি আলু,
১ কেজি লবন এবং
১ লিটার সয়াবিন তেল।
কাজকর্মহীন পরিস্হিতিতে হতদরিদ্র মানুষ এই উপহার পেয়ে অত্যন্ত আনন্দিত , তারা প্রধানমন্ত্রীর কাছে কতৃজ্ঞতা জানালেন এবং যেই যার ধর্মের মতে প্রধানমন্ত্রীর জন্য দোয়া/আশীর্বাদ কামনা করলেন।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানালেন, "১০ টি উপজেলায় হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। আজ রাংগামাটি পৌরসভায় ৪৫০ জন হতদরিদ্রের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারও বিতরণ করেছে।"
প্রধানমন্ত্রীর উপহার বিতরণকালীন এমপি দীপংকর তালুকদার বলেন, "প্রধানমন্ত্রী সব সময় হতদরিদ্র মানুষের কথা ভাবেন, তিনি সবসময় খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, এ কারণে মহামারীকালীন হতদরিদ্রের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী । Covid-19 পরিস্থিতির উন্নতি না হওয়া পযর্ন্ত প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়াবেন বলে আশ্বাস দেন।"
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com