এম এ হাসান, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে সোমবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আজ বিকাল ৪.১০ মিনিটে একলাবের সহযোগীতায় রেডিও নাফে অনুষ্ঠিত সরাসরি আলোচনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন বাংলদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের টেকনাফ প্রতিনিধি এবং সাংবাদিক আবুল কালাম আজাদ, রেডিও নাফ কর্মী হারুন রশিদ ও জয়া পাল হ্যাপী । উপস্থাপনায় আব্দুল আজিজ। সার্বিক সহযোগীতায় সিদ্দিক হোসেন। অনুষ্ঠানে বক্তারা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের নানা দিক ও তাৎপর্য তুলে ধরেন।
প্রতিবছর এই দিনে বিশ্বজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এবার দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে ‘তথ্য জনগণের পণ্য’।
১৯৯১ সালে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা এ দিবসটি পালন করে আসছেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com