অভি বড়ুয়া, রাংগামাটি প্রতিনিধিঃ-
রাংগামাটি জেলার রাজস্হলী উপজেলা অধীন ২নং গাইন্দ্যা ইউনিয়ন ইসলামপুর বাজার (গাইন্দ্যা বাজার) গত শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৭ঃ৩০ মিনিটে ইসলামপুর বাজার সংলগ্ন মাদ্রাসার সম্মুখে টোল আদায়কারীদের উপর অর্তকিত হামলা চালাই তিনজন এলাকার অসৎ লোক।
টোল আদায়দের মধ্যে ছিলেন ফজল কাদের, ইব্রাহিম, নুরুলসহ মোট তিনজন অন্যদিকে হামলাকারীদের মধ্যে ছিলেন সাহেব আলী, বেলাল, মুক্তারসহ তারাও তিনজন। তাদের মধ্যে মারামারি, টানাটানি, ধাক্কাধাক্কি চলতে চলতে এক পর্যায়ে সংঘর্ষটি বড় হয়ে যাই, টোল আদায়কারী তিনজনকে গুরুতর আহত অবস্হাতে রাজস্হলী সদর হাসপাতাল নেওয়া হয়েছে।
ঘটনার খবরটি থানায় পৌঁছা মাত্রই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এবং আহতদের কাছ থেকে জিজ্ঞেসার সময়
আহতরা বলেন, "স্বাভাবিকভাবে তারা প্রতি শুক্রবার টোল আদায় করে থাকেন, এবং প্রতিনিয়ত হামলাকারীরা বার বার হুমকি দিতে থাকেন, গত ৩০ এপ্রিলও প্রতি শুক্রবারের ন্যায় তারা টোল আদায় করতে গেলে হামলাকারীরা অর্তকিতভাবে তাদের উপর হামলা করেন, অমানবিকভাবে মারলেনও তাদের "
ঘটনাটির উপর ভিত্তি করে রাজস্হলী থানার অফিসার ইনচার্জ মফজল আহমদ খান জানিয়েছেন, " স্বাভাবিকভাবে শুক্রবার একটি হাটের দিন থাকে, সেদিনও ৩০ এপ্রিল শুক্রবার হাটের দিন ছিল আর নিয়মিত টোল আদায়কারীরা টোল আদায় করতে গেলে কতগুলো অসৎ ব্যক্তি তাদের সাথে বিবাদের সৃষ্টি করে আর অর্তকিতভাবে হামলা করে মারধর করতে থাকে, এ নিউজটি শুনে আমি সাথে সাথে পুলিশের একটি টিম পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। গতকাল আহতদের মধ্যে ফজল কাদের বাদী হয়ে হামলাকারী বেলাল হোসেন(৪০), মুক্তার হোসেন(৫৩), সাহেব আলী (৪৫), রসিদ তালুকদার(৭৮), ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলাম(৫০) কে আসামী করে মামলা দায়ের করেন।
বিষয়টি বিবেচনায় নিয়ে আসামীদের অতিশীঘ্র গ্রেপ্তার করার চেষ্টা চলচ্ছে।"
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com