নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফে প্রতিনিয়ত মাদক নিয়ে কেউ না কেউ ধরা খাচ্ছে। তাই আজ ও টেকনাফ মডেল থানা পুলিশের হাতে আটক হয়েছেন টেকনাফ পৌরসভা ১ নং ওয়ার্ডের গোদার পাড়া এলাকার আবু তাহেরের স্ত্রী উম্মে সালমা (২৯)। পুলিশ জানিয়েছেন, গত ৫ মে (বোধবার) রাত অনুমান ১০.৫৫ ঘটিকার সময় টেকনাফ মডেল থানা পুলিশের এস আই রফিকুল ইসলামের সঙ্গীয় ফোর্স
মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করেছেন বল জানায়। টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক কৃত নারী একজন মাদক কারবারি। তাহার বাড়ির খাটের নিচে তল্লাশি করে ১০০০ পিচ হাজার ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ পুলিশ। পরবর্তীতে মাদক আইনে মামলা রুজু করে তাকে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ইদানীং যে হারে মাদকের পাচার প্রবনতা বেড়েছে ও নারী -পুরুষ সমান তালে চালিয়ে যাচ্ছে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি মনে করি।
Leave a Reply