টেকনাফ৭১ডেস্ক:
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ দেশটির রাজধানী মালেতে নিজ বাড়ির বাইরে বোমা বিস্ফোরণে আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় বিস্ফোরণে তিনি আহত হন বলে পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
মোহাম্মদ নাশিদ মালদ্বীপের পার্লামেন্টের বর্তমান স্পিকার। পুলিশের বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ আহত হয়েছেন। তিনি এডিকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা অবস্থা স্থিতিশীল। ওই বিস্ফোরণে একজন বিদেশি পর্যটকও আহত হয়েছেন।
নাশিদের মালডিভিয়ান ডেমোক্রেটিক দলের সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ সাহিদ টুইট করে এই আক্রমণের নিন্দা জানিয়েছেন। সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রচার করা ছবিতে দেখা গেছে, নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল ঘিরে তদন্ত করছেন।
পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ সাহিদ বলেছেন, ‘আমাদের সমাজে এ ধরনের কাপুরুষোচিত আক্রমণের জায়গা নেই।’
তথ্যসূত্র: রয়টার্স।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com